সাপ্তাহিক হক কথা সম্পাদকের মৃত্যুতে বাংলাদেশ উন্নয়ন সোসাইটির শোক

বাংলাদেশ উন্নয়ন সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক মুসা মল্লিক এক বিবৃতিতে সাপ্তাহিক হক কথা পত্রিকার সম্পাদক সৈয়দ এরফানুল বারীর মৃত্যুতেগভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সুযোগ্য উত্তরসূরি, ঘনিষ্ঠ সহচর এবং সাপ্তাহিক ‘হক কথা’ পত্রিকার শ্রদ্ধেয় সম্পাদক সৈয়দ এরফানুল বারী ভাই আজ দুপুরে আমাদের ছেড়ে পরলোকে পাড়ি জমিয়েছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কেবল মওলানা ভাসানীর ব্যক্তিগত সচিবই ছিলেন না, বরং ভাসানীর আদর্শ ও দর্শনকে লেখনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি আজীবন দেশ ও গণমানুষের অধিকারের কথা বলে গেছেন।
তাঁর মৃত্যুতে আমরা এক জ্ঞানতপস্বী ও অভিভাবককে হারালাম। আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।



